শুক্রবার, ১৭ মে, ২০২৪ ০০:০০ টা

ডেঙ্গুর ভ্যাকসিন নিয়ে সুখবর

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে দ্বিতীয় একটি ভ্যাকসিন প্রস্তুত করা হয়েছে। জাপানের ওষুধ প্রস্তুতকারক তাকেদা ফার্মাসিউটিক্যালসে এই টিকাটি প্রস্তুত করেছে। এই ভ্যাকসিন প্রাথমিক পরীক্ষায় পাস হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে। টিএকে-০০৩ নামে লাইভ-এটেন্যুয়েটেড ভ্যাকসিন যা ডেঙ্গু সৃষ্টিকারী ভাইরাসের চারটি সেরোটাইপের দুর্বল সংস্করণ রয়েছে। যা রোগ সৃষ্টি না করেই শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে। হু এই ভ্যাকসিনের মান, নিরাপত্তা এবং কার্যকারিতা মূল্যায়ন করেছে।

হু এর আগে সানোফি পাস্তুর তৈরি ডেঙ্গু প্রতিরোধক সিওয়াইডি-টিডিভি ভ্যাকসিনকে প্রাক-যোগ্যতা দিয়েছিল। ব্রিটেন, ব্রাজিল, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া. থাইল্যান্ড টিএকে-০০৩ অনুমোদন করেছে।  প্রতি বছর বিশ্বব্যাপী ১০ থেকে ৪০ কোটির বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়।

সর্বশেষ খবর