ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে জনগণের রোষের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ১০ দিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন। এ নিষেধাজ্ঞা দিয়ে মাদুরো এক্স প্ল্যাটফরম এবং এর মালিক ইলন মাস্কের সঙ্গে উত্তেজনা নতুন উচ্চতায় নিয়ে গেলেন বলেই মনে করা হচ্ছে। মাদুরো বলেন, ভেনেজুয়েলার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা কোনাটেলের উপস্থাপন করা একটি প্রস্তাবনায় তিনি সই করেছেন। এই প্রস্তাবনায় এক্স (সাবেক টুইটার) ১০ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইলন মাস্কের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো, গৃহযুদ্ধ ও মৃত্যু উস্কে দেওয়ার অভিযোগও করেছেন তিনি। রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত এক বক্তব্যে তিনি বলেন, ‘১০ দিনের জন্য ভেনেজুয়েলা থেকে এক্স-কে বের করে দেওয়া হয়েছে।’
মাদুরো এবং মাস্ক প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স নিয়ে পরস্পরকে দোষারোপ করছেন। প্রেসিডেন্ট মাদুরোকে গাধার সঙ্গেও তুলনা করেছেন ইলন মাস্ক। অন্যদিকে, মাদুরো নির্বাচনের পরে বিক্ষোভ ও ভিন্নমত উস্কে দেওয়ার জন্য মাস্ককে দোষারোপ করেছেন।