প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ব্যস্ত দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায়। আগামী ২১ সেপ্টেম্বর সেখানে প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদে নির্বাচন করছেন ৩৯ জন। গতকাল নির্বাচন কমিশনে তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। অর্থনীতিতে সঙ্কটে ডুবে থাকা দেশটি আস্তে আস্তে মাথা তুলে দাঁড়াচ্ছে। এমন সময় কে নির্বাচিত হয়ে অর্থনীতির হাল ধরবেন সেদিকে দৃষ্টি থাকছে সবার।
রয়টার্স জানায়, দেশটিতে ১ কোটি ৭০ লাখ বৈধ ভোটার আছেন। তারা আগামী পাঁচ বছরের জন্য দশম প্রেসিডেন্ট নির্বাচন করবেন। প্রার্থীদের বাছাই পর্বে যারা টিকে থাকবেন, আনুষ্ঠানিকভাবে তারাই নির্বাচনি মাঠে টিকে থাকবেন এবং প্রচারণায় ব্যস্ত থাকবেন। শনিবার ঐতিহাসিক শহর অনুরাধাপুরায় নির্বাচনি র্যালি করার কথা প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংয়ের। নির্বাচনে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও তাদের মধ্যে একজনও নারী প্রার্থী নেই। প্রার্থীদের মধ্যে রয়েছেন তিনজন তামিল সংখ্যালঘু ও দুজন বৌদ্ধ সন্তও।
ভোটে লড়ছেন রাজাপক্ষে পরিবারের নমল রাজাপক্ষে, প্রধান বিরোধী নেতা সজিত প্রেমদাসও। শ্রীলঙ্কায় গত কয়েক বছরে যে আর্থিক সঙ্কট তৈরি হয়েছে, সেই আবহে এটিই প্রথম নির্বাচন দ্বীপরাষ্ট্রে। দুই বছর আগে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, দেউলিয়া হয়ে যায় দেশটি। সেই আর্থিক সঙ্কটের আবহেই পতন হয় রাজাপক্ষে পরিবারের। তীব্র জনরোষের মধ্যে পড়ে ক্ষমতাচ্যূত হন প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।