চাঁদের মাটি দিয়ে তৈরি হয়েছে পানি। অবিশ্বাস্য হলেও এমনই পরীক্ষা চালিয়েছে চীনের গবেষকরা। যদিও এই পানি তৈরি করা সম্ভব হয়েছে গবেষণাগারে।
২০২০ সালে চীনের চ্যাং-৫ চন্দ্রমিশন হয়েছিল। তখন চাইনিজ একাডেমি অব সায়েন্সের বিজ্ঞানীরা মিশন থেকে আনা চাঁদের মাটি পর্যবেক্ষণ করে।
এই পর্যবেক্ষণে জানা যায়, চাঁদের মাটিতে প্রচুর পরিমাণে খনিজ থাকে। প্রকৃতপক্ষে এই খনিজই চাঁদের মাটিতে পরিণত হয়েছে। তাছাড়া এই মাটিতে প্রচুর পরিমাণে হাইড্রোজেন আছে। অন্যান্য মিনারেলসের সঙ্গে উচ্চতাপমাত্রায় হাইড্রোজেন রিঅ্যাক্ট করাতে পারলে জলীয়বাষ্পের সৃষ্টি হতে পারে।
‘চাইনিজ একাডেমি অব সায়েন্স’-এর নিংবো ইনস্টিটিউট অব ম্যাটেরিয়াল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক ওয়াং জুনকিয়াং এর নেতৃত্বে এই গবেষণাটি চলছে।
জানা গিয়েছে তাঁরা যে পদ্ধতি আবিষ্কার করছে, তাতে ৫১ থেকে প্রায় ৭৬ কেজি কিলোগ্রাম পর্যন্ত পানি তৈরি করা যেতে পারে। যা প্রায় দৈনিক ৫০ জন মানুষের জলের চাহিদা মেটাতে সক্ষম। শুধু তাই নয় এই জলের যৌগকে ভেঙে ফেলে তা থেকে অক্সিজেন উৎপাদনও করা যায়।