ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে এক মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। নিহত ওই ব্যক্তির নাম সাইফুল্লাহ মুসালেত। শুক্রবার সিনজিল শহরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তার ওপর হামলা চালিয়ে হত্যা করে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই সময় আরও ফিলিস্তিনি গুরুতরভাবে আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়টি সম্পর্কে আমরা অবগত। তবে নিহতের পরিবারের গোপনীয়তা রক্ষায় এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি তিনি।
মুসালেত তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে ফ্লোরিডা থেকে ফিলিস্তিনে যান। অধিকারবিষয়ক কর্মীরা বলেছেন, তারা একাধিকবার এমন ঘটনা নথিভুক্ত করেছেন যেখানে বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে নাশকতা করেছে। তারা ঘরবাড়ি, শহরে আগুন দেওয়া ও যানবাহনে হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী একাধিকবার ওই বসতি স্থাপনকারীদের নিরাপত্তা দিয়েছে। এমনকি কোনো ফিলিস্তিনি প্রতিরোধ করলে তাদের ওপর গুলিও চালিয়েছে। -আলজাজিরা
জাতিসংঘ ও অন্য মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার কৌশল হিসেবে বিবেচনা করেছে। যদিও ২০২৩ সালে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এদিকে এ বছরের শুরুতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ট্রাম্প প্রশাসন, যা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন আরোপ করেছিলেন।