রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভকে বলেছেন, আলোচনার মাধ্যমে ইউক্রেনের যুদ্ধ শেষ করার একটি সুযোগ আছে ‘যদি সাধারণ জ্ঞানের জয় হয়’, তিনি এই বিকল্পটিই পছন্দ করেন বলে জানিয়েছেন; কিন্তু যদি আর কোনো উপায় না থাকে তাহলে বল প্রয়োগ করে যুদ্ধ শেষ করতে প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন।
বুধবার চীন সফরের শেষ দিকে বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে পুতিন ইউক্রেন যুদ্ধের একটি মীমাংসা খুঁজে বের করার জন্য যুক্তরাষ্ট্রের আন্তরিক প্রচেষ্টার কথা উল্লেখ করে জানান, ‘টানেলের শেষে একটি নিশ্চিত আলো’ দেখতে পাচ্ছেন তিনি।
তিনি বলেন, ‘মনে হয় যদি সাধারণ জ্ঞানের জয় হয়, তাহলে এই সংঘাত শেষ করার একটি গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে একমত হওয়া সম্ভব হবে। এটাই আমার অনুমান।’
বিশেষ করে প্রেসিডেন্ট (ডোনাল্ড) ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের প্রশাসনের বর্তমান মনোভাব দেখার পর থেকে আর আমরা শুধু তাদের বিবৃতি দেখছি না, এই সমাধান খুঁজে পেতে তাদের আন্তরিক ইচ্ছাও দেখছি। তাই আমার মনে হয় টানেলের শেষে একটি নিশ্চিত আলো আছে। দেখা যাক পরিস্থিতি কীভাবে এগোয়।
‘যদি তা না হয়, তাহলে আমাদের সামনে থাকা সব কাজ অস্ত্রের জোরে সমাধান করতে হবে।’ রয়টার্স জানিয়েছে, এসব মন্তব্য সত্ত্বেও পুতিন তার দীর্ঘ দিনের দাবিগুলোর বিষয়ে নমনীয় হতে রাজি হওয়ার কোনো ইঙ্গিত দেননি। এগুলোর মধ্যে অন্যতম হলো, কিয়েভের পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার ধারণা ত্যাগ করা এবং মস্কোর কথিত রুশভাষীদের বিরুদ্ধে বৈষম্যের অবসান ঘটানো এবং রাশিয়ার দাবি মতো কিছু ভূখণ্ডের মালিকানা ছেড়ে দেওয়া।
পুতিন জানান, তিনি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত যদি ইউক্রেনীয় প্রেসিডেন্ট মস্কো যান, কিন্তু এ ধরনের যে কোনো বৈঠকের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে সেটিকে বাস্তব ফলাফলের দিকে নিয়ে যেতে হবে।
অপরদিক ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী এ ধরনের কোনো বৈঠকের জন্য মস্কোকে ভ্যেনু করার ধারণা ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করে তা বাতিল করে দিয়েছেন। -রয়টার্স