যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা কোম্পানি রেথিয়ন পাকিস্তানের কাছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মাঝারি পাল্লার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিক্রি করবে। ক্রেতা দেশের তালিকায় পাকিস্তানকে যুক্ত করে কোম্পানিটির চুক্তির সংশোধিত রূপ প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার বিষয়টি নিশ্চিত হওয়া যায়, বলছে ডন। মার্কিন এ ক্ষেপণাস্ত্রগুলো পাকিস্তানি বিমানবাহিনী তাদের এফ-১৬ ফ্যালকন যুদ্ধবিমানে সংযুক্ত করতে পারবে।
মার্কিন বিমানবাহিনীর জন্য চুক্তিসংক্রান্ত যুক্তরাষ্ট্রের যুদ্ধ মন্ত্রণালয়ের ৩০ সেপ্টেম্বর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যাধুনিক সি৮ ও ডি৩ এএমআরএএএম (আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র) মডেল ও তা উৎপাদনে আগের চুক্তিতে থাকা অর্থ সামান্য পরিমার্জন করে আরও ৪ কোটি ১৬ লাখ ডলার যুক্ত করার সুযোগ দেওয়া হলো। এ পরিমার্জনের ফলে চুক্তির মোট অর্থমূল্য ২৪৭ কোটি ডলার থেকে বেড়ে ২৫১ কোটি ডলারে দাঁড়াবে।
এদিকে পাকিস্তানের কুররম জেলায় গতকাল একটি সামরিক কনভয়ে ভয়াবহ হামলায় অন্তত ১১ জন সেনা সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয়জন আধাসামরিক বাহিনীর সদস্য এবং দুজন কর্মকর্তা রয়েছেন। প্রতিবেদনে বলা হয়, কনভয়টি চলার সময় প্রথমে সড়কের পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই বহু সংখ্যক সশস্ত্র জঙ্গি সামরিক যানবহরের ওপর একযোগে গুলিবর্ষণ শুরু করে। এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। রয়টার্সকে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, তাদের যোদ্ধারাই ওই সামরিক কনভয়কে লক্ষ্য করে হামলা চালিয়েছে। -ডন
ঘটনার পর পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা, আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর), তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এদিকে, ইসলামাবাদের দাবি, জঙ্গিরা আফগানিস্তানের ভিতরে প্রশিক্ষণ নেয় এবং সেখান থেকেই পাকিস্তানে হামলার পরিকল্পনা করে। তবে আফগান সরকার বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
এ চুক্তিতে বিদেশি সামরিক বাহিনীগুলোর মধ্যে থাকছে- যুক্তরাজ্য, পোল্যান্ড, পাকিস্তান, জার্মানি, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, রোমানিয়া, কাতার, ওমান, কোরিয়া, গ্রিস, সুইজারল্যান্ড, পর্তুগাল, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, চেক রিপাবলিক, জাপান, স্লোভাকিয়া, ডেনমার্ক, কানাডা, বেলজিয়াম, বাহরাইন, সৌদি আরব, ইতালি, নরওয়ে, স্পেন, কুয়েত, ফিনল্যান্ড, সুইডেন, তাইওয়ান, লিথুয়ানিয়া, ইসরায়েল, বুলগেরিয়া, হাঙ্গেরি ও তুরস্ক, বলা হয়েছে চুক্তিতে। ৭ মে এএমআরএএএম-সংক্রান্ত যে চুক্তিপত্র প্রকাশিত হয়েছিল, তাতে ক্রেতা দেশের তালিকায় পাকিস্তানের নাম ছিল না। ২০১৯ সালে পাকিস্তানি বিমানবাহিনী যখন ‘অপারেশন সুইফট রিটর্ট’ চালিয়েছিল এবং কাশ্মীরে পাকিস্তানি আকাশসীমায় প্রবেশ করা দুটি ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমানকে ভূপাতিত করেছিল তখনো মার্কিন এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলছে ডন।