ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় ভয়াবহ ভূমিধসে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে একটি বেসরকারি বাসচাপা পড়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে এবং তাদেরকে জীবিত অবস্থায় উদ্ধারে অভিযান চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় বাল্লু ব্রিজের কাছে এই ঘটনাটি ঘটে। বাসটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। এবং সেটি হরিয়ানার রোহতাক থেকে ঘুমারুইন যাচ্ছিল। বাসটি যখন ওই পথ দিয়ে যাচ্ছিল সে সময়, ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের ঢাল থেকে প্রচুর পরিমাণে কাদা ও পাথর নেমে এসে একটি বেসরকারি বাসের ওপর এসে পড়ে। আর তাতেই গাড়িটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। দুর্ঘটনার পরই পুলিশ, ফায়ার সার্ভিস এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করে।
বিলাসপুরের ডেপুটি কমিশনার রাহুল কুমার ১৫ জনের মৃত্যু নিশ্চিত করেছেন। তিনি এও জানিয়েছেন তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিলাসপুর দুর্ঘটনায় শোক প্রকাশ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারপিছু ২ লাখ রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মাধ্যমে এই আর্থিক সহায়তা প্রদান করা হবে। এ ছাড়াও, আহত যাত্রী পিছু ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা দেওয়া হবে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ঠাকুর সুখবিন্দর সিং সুখু এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, জেলা প্রশাসনের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে প্রয়োজনীয় নির্দেশও দিচ্ছেন মুখ্যমন্ত্রী।