সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এবং কুর্দি নেতা মাজলুম আবদির মধ্যে বৈঠকের পর সিরিয়া কুর্দি বাহিনীর সঙ্গে একটি যুদ্ধবিরতি ঘোষণা করেছে। মঙ্গলবার এ বৈঠকটি উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে মারাত্মক সংঘর্ষের পর অনুষ্ঠিত হয়। দীর্ঘকালীন শাসক বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বছর ক্ষমতা গ্রহণকারী সিরিয়ার কর্তৃপক্ষ কুর্দিদের বৃহত্তর স্বায়ত্তশাসন প্রদানকারী বিকেন্দ্রীভূত সরকারের দাবি প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে দুই পক্ষের মধ্যে মতপার্থক্যের কারণে কুর্দিদের বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠানগুলোকে রাজ্যে একীভূত করার বিষয়ে ১০ মার্চের চুক্তি বাস্তবায়ন আটকে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক বিবৃতিতে সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা বলেছেন, তিনি দামেস্কে মার্কিন-সমর্থিত, কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এর প্রধান আবদির সঙ্গে দেখা করেছেন। -এএফপি
কাসরা বলেছেন, ‘আমরা সব ফ্রন্টে একটি বিস্তৃত যুদ্ধবিরতি এবং উত্তর ও উত্তর-পূর্ব সিরিয়ায় সামরিক বাহিনী মোতায়েনের বিষয়গুলোতে একমত হয়েছি’। চুক্তির বাস্তবায়ন অবিলম্বে শুরু হবে। একটি সরকারি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, যে শারা আবদির সঙ্গে সাক্ষাতের পর এ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল, যা জুলাইয়ের পর প্রথম এ ধরনের মুখোমুখি হয়েছিল এবং তারা ‘১০ মার্চের চুক্তি সম্পর্কিত নিরাপত্তা বিষয়গুলো’ নিয়ে আলোচনা করেছিলেন।