Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৩ এপ্রিল, ২০১৯ ১৪:৩৪
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৯ ১৪:৩৭

শবে বরাত কবে, সিদ্ধান্ত ১৭ এপ্রিল

অনলাইন ডেস্ক

শবে বরাত কবে, সিদ্ধান্ত ১৭ এপ্রিল

শবে বরাত কবে হবে সে সিদ্ধান্ত জানা যাবে ১৭ এপ্রিল। শবে বরাতের তারিখ নিয়ে বিভ্রান্তি দূর করতে শনিবার জরুরি সভায় বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। সভায় ৬ সদেস্যের নতুন কমিটি গঠন করা হয়। কমিটি ১৭ এপ্রিল তাদের সিদ্ধান্ত জানাবে।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল শনিবার সন্ধ্যার পর জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় আগামী ২১ এপ্রিল রাতে শবে বরাত পালনের সিদ্ধান্ত হয়। সারা দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা না যায়নি জানিয়ে সেদিন সভাশেষে ধর্ম প্রতিমন্ত্রী জানান, ১৪ শাবান রাত অর্থাৎ ২১ এপ্রিল রাতে শবে বরাত পালন করা হবে। তবে ‘মজলিসু রুইয়াতুল হিলাল’ নামের একটি সংগঠনের নেতারা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, গত ৬ এপ্রিল শাবানের চাঁদ দেখা গেছে এবং সে বিষয়ে প্রশাসনকে অবহিত করা হলেও সে অনুযায়ী সিদ্ধান্ত হয়নি।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন


আপনার মন্তব্য