ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের সুবিধার্থে ঈদের আগে গোটা রমজান মাস জুড়ে রেশনে মিলবে রমজান স্পেশাল প্যাকেজ। এতে থাকবে চাল, ময়দা, খেঁজুর, ছোলা এবং চিনি।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতোই ইতিমধ্যে এসব পণ্য সামগ্রীর সংগ্রহে নেমে পড়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
তবে এ উদ্যোগ শুধু সংখ্যালঘুদের জন্যই নয়। রেশন কার্ড থাকলেই মিলবে এই প্যাকেজ। তবে দাম কত পড়বে তা এখনই বলতে চাইছেন না খাদ্যমন্ত্রী। তাতে কি, রাজ্যের এই অভিনব উদ্যোগে খুশি রাজ্যের সংখ্যালঘু মানুষ।
সূত্র: জি নিউজ
বিডি-প্রতিদিন/০২ জুন, ২০১৬/মাহবুব