ভারতের পশ্চিমবঙ্গে জামাইষষ্ঠী উপলক্ষে সরকারি কর্মীদের জন্য অর্ধদিবস ছুটি থাকবে। গত দুই বছরের মতো এবারও জামাইষষ্ঠীতে দুপুর দুইটার পর ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য প্রশাসন। খবর সংবাদ প্রতিদিনের।
নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শুক্রবার জামাইষষ্ঠী। ওইদিন দুপুর দুইটার পর সব সরকারি দফতরে ছুটি ঘোষণা করা হল। এই নিয়ে পরপর তিন বছর জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।
প্রসঙ্গত, ১ জুলাই বিধান রায়ের জন্মদিনেও অর্ধদিবস ছুটি ঘোষণা করে রাজ্য। তবে এবার যেহেতু সপ্তাহের শেষ কাজের দিনটিতে জামাইষষ্ঠী পড়েছে, তাই ওইদিনটিতে ক্যাজুয়াল লিভ নিলে পরপর তিনদিন টানা ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। জামাইষষ্ঠীর অর্ধদিবস ছুটির বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গে এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে নবান্নে।
বিডি-প্রতিদিন/ ০৮ জুন, ২০১৬/ আফরোজ