আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থায় কর্মরত ভারতের এক নারী তালেবানের হাতে অপহৃত হয়েছেন। ওই নারীর নাম ডি'সুজা। সে কলকাতার বাসিন্দা বলে জানা গেছে। কাবুলস্থ কয়েকটি সূত্র অপহরণের বিষয়টি দ্য হিন্দুকে নিশ্চিত করেছে।
অপহৃত ডি'সুজা আন্তর্জাতিক সংস্থা আগা খানের কাবুলস্থ অফিসের পূর্ণকালীন কর্মকর্তা। অফিসের ঠিক বাইরে আরো কয়েকজনসহ আজ তাকে অপহরণ করা হয় বলে সংস্থাটির একটি সূত্র নিশ্চিত করে। তার দ্রুত মুক্তির লক্ষ্যে আফগান কর্তৃপক্ষ সব ধরনের প্রচেষ্টা গ্রহণ করেছে বলেও সূত্রটি জানায়।
বিডি-প্রতিদিন/১০ জুন ২০১৬/শরীফ