ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর কলকাতার ধর্মতলায় অবস্থিত ঐতিহ্যবাহী স্টেটসম্যান ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ভবনটির চতুর্থ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কলকাতার নিউমার্কেট এলাকায় ওই ভবনটিতে একাধিক অফিস ও বাসযোগ্য ফ্ল্যাট রয়েছে। আগুন লাগার পরই প্রথমে ওই ভবনটি থেকে সাধারণ মানুষদের নিরাপদ স্থানে বের করে নিয়ে আসেন ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা। তাদের সাথে উদ্ধারকাজে হাত লাগায় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরাও। পাশাপাশি চলতে থাকে আগুন নেভানোর কাজও। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধারকাজে সহায়তার জন্য গগণচুম্বী ল্যাডারকে কাজে লাগানো হয়েছিল।
এদিকে, অগ্নিকাণ্ডেরর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পশ্চিমবঙ্গের ফায়ার সার্ভিসের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়সহ দফতরের কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/১২ জুন, ২০১৬/মাহবুব