পশ্চিমবঙ্গের নদীয়া জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি রুপাসহ এক ব্যক্তিকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ। গতকাল নদীয়ার কিষণগঞ্জ থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিএসএফ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে আত্মসমর্পণ করতে বললে সে পালিয়ে যাবার চেষ্টা করে। বিএসএফ সদস্যরা তাকে ধাওয়া দিয়ে ধরে তার কাছ থেকে প্রায় ৫ কেজি রুপা উদ্ধার হয়। তবে আটক ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
বিডি-প্রতিদিন/১৯ জুন ২০১৬/শরীফ