পশ্চিমবঙ্গে সেপ্টেম্বরে চালু হতে যাচ্ছে আরও এক বিমানবন্দর। গত মার্চ মাসে কুচবিহার বিমানবন্দরে পরিষেবা বন্ধ করে দেয় স্পিরিট এয়ার। কেন্দ্র নতুন উড়ান নীতি নিয়ে আসায় অক্সিজেন পেয়েছে কুচবিহারসহ দেশের বেশ কিছু ছোট বিমানবন্দর।
কুচবিহারে নতুন করে পরিষেবা চালু করা নিয়ে স্পিরিট এয়ার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। সেপ্টেম্বর থেকে কুচবিহারে স্পিরিট এয়ারের নয় আসনের বিমান ওঠানামা করবে এমনটাই সিদ্ধান্ত হয়েছে।
প্রসঙ্গত, সেপ্টেম্বরেই ফের চালু হতে চলেছে অন্ডাল বিমানবন্দর। দুর্গাপুর থেকে কলকাতা, দিল্লি ও মুম্বইয়ে কম আসনের বিমান চালাতে চায় আঞ্চলিক উড়ান সংস্থা।
বিডি-প্রতিদিন/ ২০ জুন, ২০১৬/ আফরোজ