পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে ২ দিন ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এই উপলক্ষ্যে আগামী বুধ ও বৃহস্পতিবার রাজ্যটির সমস্ত সরকারি স্কুল, কলেজ, অফিস, আদালত বন্ধ থাকবে।
মঙ্গলবার রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে ছুটির এই ঘোষণা দেওয়া হয়।
ঈদ উপলক্ষে আগামীকাল বুধবার আগেই ছুটি দিয়েছিল কিন্তু পরে আরেকটি বিজ্ঞপ্তি জারি করে ঈদের ছুটি আরও একদিন বাড়িয়ে দেওয়া হয়। তাছাড়া বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় সরকারের নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট (এনআই) অ্যাক্ট-এর নিয়ম অনুযায়ী এমনিতেই ছুটি থাকছে। ফলে পরপর ২ দিন ছুটি ঘোষণা হওয়ায় রাজ্য সরকারী কর্মচারীদের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে।
বিডি-প্রতিদিন/৬ জুলাই, ২০১৬/মাহবু্ব