রাত দশটার পর ফ্লাইওভারে মোটরসাইকেল চালানো যাবে না বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সড়ক দুর্ঘটনা রোধে এমন সিদ্ধান্তের ঘোষণা দিলেন তিনি। গতকাল নজরুল মঞ্চে পরিবহন দফতরের সভায় এ কথা জানান মুখ্যমন্ত্রী।
এছাড়া হেলমেট বাধ্যতামূলক করার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরীক্ষা আরও কঠোর হচ্ছে। একই সঙ্গে অন্য রাজ্যের গাড়ি পশ্চিমবঙ্গে প্রবেশ করলে তা নথিভুক্তকরণ ও তার জন্য ট্যাক্স নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জি২৪।
বিডি-প্রতিদিন/ ০৯ জুলাই, ২০১৬/ আফরোজ