আগামী ২১ জুলাই সমাবেশ করবে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল। আর এই সমাবেশের নাম করে কোন চাঁদা তোলা যাবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে দলটি। একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, তৃণমূলনেত্রীর (মমতা ব্যানার্জি) মুখ ছাড়া এই সমাবেশের প্রচারের ব্যানার-পোস্টারে অতি উৎসাহ নিয়ে কোথাও অন্য কোন নেতাকর্মীর ছবি ব্যবহার করা যাবে না।
সোমবার দলের যুব সংগঠনের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই সমাবেশের প্রস্তুতি পর্বের বৈঠক করেন সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায় এবং অন্যান্য সিনিয়র নেতারা। সেখানেই দলের সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। পরে অভিষেক বলেন, “চাঁদা নিয়ে কড়া বার্তা আগেই তৃণমূলনেত্রী দিয়ে রেখেছিলেন। নেত্রীর নির্দেশ দলের সমস্ত নেতাকর্মীকে জানানো হয়েছে।”
সূত্র: সংবাদ প্রতিদিন
বিডি-প্রতিদিন/১২ জুলাই, ২০১৬/মাহবুব