শুনতে অবাক লাগলেও কলকাতায় চালু রয়েছে অনলাইনে শেষকৃত্য পরিষেবা। শ্রুতি রেড্ডি নামে এক প্রযুক্তি বিশারদ এই পরিষেবা চালু করেছেন। মাত্র ৬ মাসের মধ্যেই এই পরিষেবা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ধীরে ধীরে অনলাইনে শেষকৃত্য সম্পন্ন করার ব্যাপারে আগ্রহী হচ্ছেন অনেকেই।
‘অন্ত্যেষ্টি ফ্যুনেরাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড’ নামের এ সংস্থাটি মার্চের মাঝামাঝি সময় থেকে জুন পর্যন্ত মোটমাট ৬০ জনের শেষকৃত্য সম্পন্ন করেছে। মূলত যাদের নিকটাত্মীয়রা কলকাতার বাইরে থাকেন, সেই পরিবারগুলির কথা ভেবেই এই পরিষেবা চালু করা হয়েছে। মৃতদেহ সংরক্ষণ থেকে শুরু করে পুরোহিত নিয়ে আসা, শেষযাত্রায় সঙ্গী হওয়ার জন্য লোকজন জোগাড় করাসহ সব ব্যবস্থাই রয়েছে।
হিন্দু ধর্ম ছাড়া অন্যান্য ধর্মের মানুষের শেষকৃত্যের ব্যবস্থাও করছে এই সংস্থা। ভিন্ন ভিন্ন ধর্মের মানুষের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন প্যাকেজ।
বিডি-প্রতিদিন/ ১২ জুলাই, ২০১৬/ আফরোজ