ভারতীয় বাঙালি সাহিত্যিক মহাশ্বেতা দেবীর অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের কেবিন থেকে তাকে নিবিড় পর্যবেক্ষণ কক্ষে স্থানান্তর করা হয়েছে। মূত্রনালী এবং ফুসফুসের সংক্রমণ বেড়েছে। এ বিষয়ে চিকিৎসক ডা. সমরজিৎ নস্কর জানান, এখনও আশঙ্কা কাটেনি তার। রক্তে ও মূত্রে সংক্রমণ ছড়িয়ে সেপটিসেমিয়ার মতো হয়ে গেছে। এখন কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। খবর আজকাল পত্রিকার।
মহাশ্বেতা দেবী ১৯২৬ খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি মূলত সাঁওতাল ইত্যাদি উপজাতিদের উপর কাজ ও লেখার জন্য বিখ্যাত। তার লেখা শতাধিক বইয়ের মধ্যে 'হাজার চুরাশির মা' অন্যতম।
বিডি-প্রতিদিন/ ১৩ জুলাই, ২০১৬/ আফরোজ