ভারতের জাতীয় স্তরের সাঁতারু তনুকা ধারার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে তার দেহ উদ্ধার হয়। ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না পুলিশ। খবর জি নিউজের।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে আত্মহত্যাই করেছেন তনুকা। পশ্চিমবঙ্গের প্রতিভাবান এই খেলোয়াড় পায়ের হাড় ভেঙে যাওয়ায় জিমন্যাস্ট ছাড়তে বাধ্য হন। তবে খেলা ছাড়েননি। কোচের উপদেশে সাঁতার বেছে নেন। সাঁতারে জাতীয় স্তরে তিনটি পদকও জেতেন তিনি।
পশ্চিমবঙ্গের হুগলির রঘুনাথপুরে তনুকা ধারার আদি বাড়ি। রেলে চাকরির সুবাদে মুম্বাইয়ের ফ্ল্যাটে একাই থাকতেন তনুকা।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৭/ফারজানা