সরস্বতী পূজার অজুহাত দেখিয়ে আগামী ফেব্রুয়ারিতে সংসদের বাজেট অধিবেশন বয়কট করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেশের দিনেই পড়েছে সরস্বতী পূজা। কিন্তু দল পূজাকেই বেশি গুরুত্ব দিতে চায়। তাই ১ ফেব্রুয়ারি সংসদের বাজেট অধিবেশনে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব।
বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে সোমবারই কালীঘাটে দলের প্রধান মমতা ব্যানার্জির বাড়িতে দলের সংসদীয় বৈঠক বসে।
পরে দলের সাংসদ ডেরেক ও ব্রায়েন জানান ‘১ ফেব্রুয়ারি সরস্বতী পূজা থাকায় ওইদিন সংসদে উপস্থিত থাকবে না। এইপূজায় রীতি হল এদিনে সমস্ত কাজকর্ম থেকে দূরে থাকতে হবে এমনকি কোন যন্ত্রপাতিও স্পর্শ করা যাবে না’।
অন্যদিকে দলের প্রভাবশালী সাংসদ কল্যাণ ব্যানার্জিও জানান, নোট বাতিল থেকে শুরু করে সাংসদের আটকের প্রতিবাদেই ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি-দুই দিন বাজেট অধিবেশনে না থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে কয়েকদিন আগে ট্যুইটে মুখ খোলেন মমতাও। তিনি লেখেন ‘১ ফেব্রুয়ারি সরস্বতী পূজা। রাজ্যে সরকারি ছুটি। আমরা স্কুল, কলেজ, বাড়ি, ক্লাবে বড় করে সরস্বতী পূজা করা হয়। ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করার পরিবর্তে আমরা কেন বড় করে সরস্বতী পূজা পালন করবো না। আমরা সরস্বতীর বন্দনা করবো আপনার (মোদি)-র বন্দনা করবো না’। মমতার ওই মন্তব্যের পরই একটা জল্পনা ছিল বাজেট অধিবেশনে তৃণমূল উপস্থিত নাও থাকতে পারে। কার্যক্ষেত্রে তাই হল।