ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শহর কলকাতায় সড়ক দুর্ঘটনার সংখ্যা ভয়াবহ হারে বাড়ছে। মঙ্গলবার শহরটির পুলিশের উদ্ধৃতি দিয়ে কলকাতা টুয়েন্টিফোর জানায়, রবিবার রাত ৯টা থেকে সোমবার দুপুর ১টা পর্যন্ত শহরের পথে মোট পাঁচটি দুর্ঘটনা ঘটেছে।
প্রথমটি হয়েছে দক্ষিণ কলকাতার ব্রেস ব্রীজ হাই রোডে। মহেশতলার বাসিন্দা প্রেম চাঁদ ঠাকুর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় একটি গাড়ি এসে ধাক্কা মারে বছর ৪০-এর প্রেম চাঁদ বাবুকে। তিনি বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।
দ্বিতীয় ঘটনা ঘটেছে উত্তরের রাজা রামমোহন রায় রোডের জাগরণী ক্লাবের কাছে। ২০ বছরের রঞ্জিত দাস রাত ১১টা নাগাদ মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশের ল্যাম্পপোস্টে। রঞ্জিতসহ আরও দুই বাইক আরোহী আহত হয় উক্ত ঘটনায়। বিদ্যাসাগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাদের।
রবিবার রাত দেড়টা নাগাদ হো চি মিন সরণীতে ১২সি বাস স্ট্যান্ডের কাছে বাইকের সঙ্গে সংঘর্ষ ঘটে একটি ভারি যানের। যদিও সেই যান সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেনি লালবাজার পুলিশ। উক্ত ঘটনায় বাইক আরোহী নির্মল কান্তি বিশ্বাস গুরুতরভাবে আহত হন। বছর ৪০-এর ওই ব্যক্তির বাড়ি মহেশতলায়। বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। পথেই প্রাণ হারান তিনি।
সোমবার ভোর পাঁচটা নাগাদ বাইপাসের ধারে রাস্তায় ব্যারিকেডের উপরে ধাক্কা মারে বাইক আরোহী বলরাম রাজবংশী। ১৯ বছরের ওই কিশোরের বাড়ি লেক টাউনের দমদম পার্ক এলাকায়। গুরুতর আহত অবস্থায় তাকে সল্ট লেকের আমরি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে আইসিইউতে চিকিৎসাধীন।
সোমবার দুপুরে উত্তর কলকাতার রাজাবাজারের দুর্ঘটনায় পিতা-পুত্রসহ মোট তিন জন গুরুতর জখম হয়েছেন। এদিন বেলা একটা নাগাদ ঘটনাটি ঘটেছে রাজা বাজার সায়েন্স কলেজের সামনে। স্থানীয় রামনাথ বিশ্বাস লেনের বাসিন্দা ৬২ বছরের তপন সাহা এবং তার ২৫ বছরের ছেলে দেবজিত সাহা গুরুতর আহত হন। একইসঙ্গে উক্ত ঘটনায় আহত হয়েছেন মহম্মদ সাহাবুদ্দিন নামের আরও এক ব্যক্তি (৪০)। আহতরা শিয়ালদহের কাছে এনআরএস মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৭/ফারজানা