পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রবিনসন স্ট্রিটের স্মৃতি ফিকে হয়েছে অনেকটাই। কিন্তু কঙ্কাল পিছু ছাড়েনি কলকাতার। রবিবার ভোরে নেতাজিনগরে আবিষ্কৃত হল জোড়া কঙ্কাল।
এ দিন ভোরে নেতাজিনগরের গাছতলা পুলিশ আবাসনের কাছে করপোরেশনের কয়েক জন সাফাইকর্মী একটি ভ্যাট পরিষ্কার করতে গিয়ে আবিষ্কার করেন দু’টি খুলি এবং কিছু হাড়গোড়। ভ্যাট ও সংলগ্ন নর্দমার ময়লা পরিষ্কার করতে গিয়েই পাওয়া যায় এই কঙ্কাল।
কঙ্কাল আবিষ্কারে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে নেতাজিনগর থানা থেকে পুলিশ এসে এই খুলি ও কঙ্কালের রহস্যভেদে তদন্ত শুরু করে।
সূত্র: এবেলা
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব