ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় রদবদল হয়েছে। শনিবার তথ্য ও সংস্কৃতি দপ্তরে ফিরলেন ইন্দ্রনীল সেন। ওই দফতরের প্রতিমন্ত্রী হয়েছেন তিনি। পর্যটন দফতরে সঙ্গে এখন এই অতিরিক্ত দায়িত্বও সামলাবেন।
এদিকে, ভূমি ও ভূমি সংস্কার দফতরের প্রতিমন্ত্রী হলেন অসীমা পাত্র। স্বপন দেবনাথের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
সংবাদ প্রতিদিন জানায়, মন্ত্রী ছাড়াও এদিন সচিব স্তরেও কিছু রদবদল এসেছে। শিল্প দফতরের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন রাজীব সিনহা। কৃষ্ণ গুপ্তা হয়েছেন তথ্য-প্রযুক্তি সচিব। উপভোক্তা বিষয়ক দফতরের সচিবের দায়িত্ব পেয়েছেন তাল্লিন কুমার।
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব