গৃহবধূকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তাতে রাজি হননি। রাজি হবেনই বা কেন? কারণ তার যে স্বামী বর্তমান। আর এতে ক্ষিপ্ত হয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়। তাও আবার স্বামীর মাথায় বন্দুক ঠেকিয়ে, স্বামীর সামনে! এমন বর্বর ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার নিউটাউনের সুলংগুড়ি দক্ষিণপাড়ায়।
এবিপি আনন্দের খবরে বলা হয়, এখানেই শেষ নয়, ধর্ষণের ছবি তুলে রেখে সোশ্যাল মিডিয়ায় ছাড়ার হুমকি দিয়েও পরে একাধিকবার শারীরিক নির্যাতনও করে প্রতিবেশী ওই যুবক। সহ্য করতে না পেরে শেষমেশ নিউটাউন থানায় অভিযোগ করেছে নির্যাতিতা। পলাতক অভিযুক্ত প্রতিবেশী যুবক সঞ্জয় মিত্র। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত সঞ্জয় সুলংগুড়ি পঞ্চায়েতের তৃণমূল প্রধান শিবু গায়েনের ঘনিষ্ঠ।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব