ঢাকা-কলকাতার প্রায় শতাধিক শিল্পীদের নিয়ে কলকাতায় শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। শনিবার সন্ধ্যায় কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন (আইসিসিআর)-এর নন্দলাল বোস গ্যালারিতে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলকাতা পৌরসভার সদস্য রতন দে।
কলকাতার ‘ডি-ফটোক্যাফে’র আয়োজনে এই চিত্র প্রদর্শনীতে ভারতের ৫০ জন ও বাংলাদেশের ৫০ জন আলোকচিত্র শিল্পীর ১০০টি ছবি প্রদর্শিত হচ্ছে।
আগামী ৬ মার্চ পর্যন্ত চলবে এই প্রদর্শনী। বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি উপভোগ করা যাবে।
রতন দে জানান, দুই বাংলার শিল্পীদের আলোকচিত্রের মধ্য দিয়ে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, চিন্তাধারার যে ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে তা সত্যিই অবিশ্বাস্য ব্যাপার। এর মধ্য দিয়ে দুই বাংলার পারস্পরিক মেলবন্ধনও আরও মজবুত হবে আমি আশাবাদী।
বিডি প্রতিদিন/৫ মার্চ, ২০১৭/ফারজানা