লোকজ বাংলা গানের জনপ্রিয় সংগীতশিল্পী ও পশ্চিমবঙ্গের 'দোহার' ব্যান্ডের গায়ক-সংগীত পরিচালক কালিকা প্রসাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, কালিকা প্রসাদের মর্মান্তিক দুর্ঘটনায় আমি স্তম্ভিত। তার মৃত্যু বাংলার সঙ্গীত জগতের জন্য বড় ক্ষতি।
মমতা ব্যানার্জি আরও লেখেন, কালিকা প্রসাদের মৃত্যুর আমার ব্যক্তিগত ক্ষতিও। তিনি আমার একজন ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি আমার সমবেদনা জানাই।
এর আগে, মঙ্গলবার সকালে সিউড়ি যাওয়ার পথে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার গুড়াপে সড়ক দুর্ঘটনায় মারা যান কালিকা প্রসাদ। আহত হন তাঁর সঙ্গে থাকা আরও ৫ জন। সূত্র: এবেলা
বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৭/মাহবুব