ভারতের কলকাতা থেকে দিল্লি পুলিশের বিশেষ দল কলকাতা পুলিশের সাহায্য নিয়ে এক জেএমবি সদস্যকে আটক করেছে। আটক ব্যক্তির নাম মুহাম্মদ ইদ্রিস।
এই সন্দেহভাজন জঙ্গি ঢাকার গুলশানে হলি আর্টিজান হামলায় জড়িত থাকতে পারে বলে ধারণা করছে দিল্লি পুলিশ।
সূত্রের খবর, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দিল্লি পুলিশের বিশেষ দল গত শনিবার কলকাতায় আসে। মধ্য কলকাতার বড়বাজার এলাকায় কলকাতা পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন জেএমবি সদস্য মুহাম্মদ ইদ্রিসকে আটক করে। পরে তাকে পুলিশ রিমান্ড নিয়ে দিল্লিতে নিয়ে যাওয়া হয়।
সূত্রের খবর, গত এক মাস ধরে হায়দ্রাবাদে অবস্থান করছিল। তবে সম্প্রতি কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা করতে ইদ্রিস কলকাতায় আসে। কি কারণে, কেন কলকাতায় ইদ্রিস এসেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। এমনকি ইদ্রিসের কলকাতার বন্ধুদেরও খোঁজ শুরু করেছে।
উল্লেখ্য, গত বছর ১ জুলাই ঢাকার গুলশান এলাকার হলি আর্টিজান বেকারিতে ওই জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ মোট ২২ জন নিহত হয়। ওই ঘটনার পর অভিযুক্তরা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে বলে অভিযোগ ওঠে। তারপর এই প্রথম পশ্চিমবঙ্গ থেকে কাউকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/৯ মার্চ, ২০১৭/ফারজানা