ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে এফআইআর দায়ের করা হল প্রখ্যাত কবি শ্রীজাত বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে।
যোগী ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পরই ফেসবুকে একটি কবিতা পোস্ট করেন শ্রীজাত। গত ১৯ মার্চ শ্রীজাতর পোস্ট করা ‘অভিশাপ’ নামে ওই কবিতার শেষের কয়েকটি লাইন ধর্মীয় ভাবাবেগকে আঘাত করছে অভিযোগ। এরপরই সোমবার তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম বিভাগে এফআইআর দায়ের করে অর্ণব সরকার নামে এক ব্যক্তি। অর্ণব হিন্দু সংহতি নামে এক অরাজনৈতিক সংগঠনের সদস্য বলে জানা গেছে।
অভিযোগ, এই কবিতার মাধ্যমে ঘৃণা ছড়ানোর চেষ্টা করছেন লেখক। একই সঙ্গে ধর্মীয় ভাবাবেগ ও রীতিনীতিতে আঘাত হানার অভিযোগ জানানো হয়েছে সাইবার ক্রাইম শাখায়। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন শ্রীজাত।
বাংলা ভাষার আধুনিক যুগের কবিদের মধ্যে অন্যতম হলেন শ্রীজাত। লেখার পাশাপাশি সম্প্রতি সিনেমাতেও অভিনয় করতে দেখা গেছে তাকে। পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। নানা ইস্যুতেই তাকে সরব হতে দেখা যায় এই সোশ্যাল মিডিয়ায়।