পশ্চিমবঙ্গের কলকাতা থেকে দুর্গাপুর যাওয়ার পথে বর্ধমানের বাইপাস সংলগ্ন এলাকায় ট্যাঙ্কারের সঙ্গে গাড়ির ধাক্কায় ৭ জন নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টা ৩০ টার দিকে রথতলা এবং আঞ্জিরবাগানের মাঝে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে (২ নং জাতীয় সড়ক) এই দুর্ঘটনাটি ঘটে। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
আজকালের খবর বলা হয়েছে, এদিন সকালে কলকাতা থেকে দুর্গাপুরের উদ্দেশে রওনা হয় গলা পিচবোঝাই একটি ট্যাঙ্কার। এই ট্যাঙ্কারের পেছনেই আসছিল একটি গাড়িও। গাড়িতে ২ শিশু, ৩ নারী ও ২ জন পুরুষ ছিলেন। রথতলার কাছাকাছি এসে ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারালে ট্যাঙ্কারের সামনের দিকটি পিছনের দিকে ঘুরে গিয়ে উঠে যায় ডিভাইডারে। ঠিক এর পিছনেই গাড়িটি থাকায় নিয়ন্ত্রণ রাখতে পারেননি সেই গাড়ির চালক। দ্রুতগতিতে এসে গাড়িটি ঢুকে যায় ট্যাঙ্কারের নিচে। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ট্যাঙ্কার থেকে গলা পিচ হুড়মুড় করে পড়তে থাকে গাড়ির ওপর। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।
এরপর ওই ৭ জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনার পর ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিডি-প্রতিদিন/২২ মার্চ, ২০১৭/মাহবুব