ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসের রেকে বদল আনা হচ্ছে। চিরাচরিত রেকের পারিবর্তে ওই ট্রেনে ব্যবহার করা হবে আধুনিক প্রযুক্তিসম্পন্ন এসি লিঙ্কে হফম্যান বুশ (এলএইচবি) কোচ।
ভারতের পূর্ব রেল থেকে এক বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যাত্রী সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যেও কথা মাথায় রেখেই ১৩১০৯/১৩১১৯ কলকাতা-ঢাকা ক্যান্টনমেন্ট এবং ১৩১০৭/১৩১৯৮ ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনগুলো পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত এলএইচবি কোচে পরিবর্তন করা হবে। আগামী ১৪ এপ্রিল থেকেই ওই নতুন রেক ট্রেনে ব্যবহার করা হবে।
১০ কোচের এই মৈত্রী এক্সপ্রেস ট্রেনের প্রথম চারটি কোচ এসি, পরের চবারটি এসি চেয়ার কার এবং বাকী দুইটি পাওয়ার কার। ট্রেনের যাত্রী বহনের ক্ষমতা ৪৫৬ জন।
বিডি-প্রতিদিন/২৬ মার্চ, ২০১৭/মাহবুব