নারী ও শিশু পাচার বাড়ছে গোটা ভারতেই। তবে পশ্চিমবঙ্গকে টেক্কা দিতে পারছে না কোন রাজ্য! ভারতের মধ্যে মানুষ পাচারে আবারও শীর্ষ স্থান দখল করেছে রাজ্যটি। ২০১৬ সালের ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান এই তথ্যই দিচ্ছে।
গত ২৯ মার্চ ভারতীয় কংগ্রেসের সাংসদ মতিলাল ভোরার প্রশ্নের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্যসভায় এই মর্মে রিপোর্ট পেশ করেছে। যাতে দেখা যাচ্ছে, ২০১৬ সালে পশ্চিমবঙ্গ থেকে ৩৫৭৯ জনকে পাচার করা হয়েছে।
২০১৫ সালে দেশে ৫৬০৮ জনকে পাচারের ঘটনা নথিভুক্ত হয়েছিল। ২০১৬ সালে সংখ্যাটা বেড়ে হয়েছে ৮০৫৭। গত বছর মানুষ পাচারে পশ্চিমবঙ্গের পরেই রয়েছেন স্থান রাজস্থান (১৪২২) ও গুজরাট (৫৪৮)।
সূত্র: আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৭/মাহবুব