দলে নিষ্ক্রিতার জন্য ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য থেকে বাদ দেওয়া হয়েছে সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী, আরতি মুখোপাধ্যায়সহ একসঙ্গে চল্লিশজনকে।
এই সিদ্ধান্ত নিয়ে দলের কর্মকর্তারা একদিকে যেমন বুঝিয়ে দিয়েছেন নিষ্ক্রিয় নেতা-কর্মীদের ভবিষ্যতের টিম বেঙ্গলে কোন জায়গা নেই, পাশাপাশি রাজ্য কমিটির সদস্য থেকে আরও ৫০ জনকেও যে শীঘ্র সরানো হবে সেই ইঙ্গিতও দিয়েছে শীর্ষ নেতৃত্ব।
দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পর আমন্ত্রিত সদস্য মিলিয়ে প্রায় তিনশ' জনের নতুন রাজ্য কমিটি গঠন করা হয়েছিল। গত জানুয়ারি মাসে মালদহে রাজ্য কমিটির বৈঠকের আগে প্রায় ১২ জনকে সরানো হয়। এরপর ৪০ জনকে বাদ দেওয়ার বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। শুক্রবার রাজ্য বিজেপির দফতরে দলের কোর কমিটির বৈঠকেই এই ৪০ জনকে বাদ দেওয়া হয়েছে।
২০১৪-র লোকসভা নির্বাচনের সময় বিজেপিতে যোগ দিয়েছিলেন বাপ্পি লাহিড়ী, আরতি মুখোপাধ্যায়ের মতো সেলিব্রিটিরা। সেইসময় তাদের রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্যও করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে পার্টির কর্মসূচিতে তাদের কোনও ভূমিকা না থাকায় আমন্ত্রিত সদস্য থেকে বাদ দেওয়া হয়েছে। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের কথায়, “যারা নিষ্ক্রিয়, দলের কর্মসূচিতে থাকেন না, তারা বিজেপির কোনও পদে থাকবেন না।”