ভারতের স্বনামধন্য জাদুকর পিসি সরকার জুনিয়র অসুস্থ। রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন তিনি। সম্প্রতি তা বেড়ে গেলে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে তাকে ভর্তি করানো হয়।
পিসি সরকার জুনিয়রের মেয়ে মুমতাজ বলেন, গত ৭ এপ্রিল বাবা আচমকা অসুস্থ বোধ করেন। এখন তাকে চিকিৎসক সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, বাবার শরীরে সোডিয়াম লেভেল ভীষণ কমে গিয়েছিল। তাদের আশা, ৩-৪ দিনের মধ্যেই বাবা সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন।
ভারতীয় জাদুবিদ্যাকে আন্তর্জাতিক স্তরে খ্যাতির শীর্ষে পৌঁছে দেওয়ায় পিসি সরকার গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ।
বিডি প্রতিদিন/৯ এপ্রিল, ২০১৭/ফারজানা