ভারতের উত্তর প্রদেশ রাজ্যের এক নেতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মাথা কেটে আনতে পারলে ১১ লক্ষ রুপি পুরস্কার দেবেন বলে ঘোষণা দিয়েছেন। কেন্দ্র সরকারে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ওই তরুণ নেতার নাম যোগেশ ভারসন। খবর কলকাতা টুয়েন্টিফোরের।
গতকাল মঙ্গলবার বীরভূমের সিউড়িতে হনুমান জয়ন্তীর মিছিলে পুলিশের লাঠি চালনাকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অনুমতিহীন মিছিলে লাঠিচার্জ করে পুলিশ। ঘটনার জেরে তৈরি হয় রাজনৈতিক বিতর্ক। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে জাতীয় স্তরেও ছড়িয়ে পরে সেই বিতর্কের রেশ।
মঙ্গলবার রাতে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষিপ্ত বিজেপির ওই নেতা বলেন, যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মাথা কেটে এনে দেবেন, তাকে তিনি ১১ লক্ষ রুপি পুরস্কার দেওয়া হবে।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৭/ফারজানা