মমতা ব্যানার্জির মাথা কেটে নেওয়ার হুমকি দিয়ে বিতর্কে জড়িয়ে অবশেষে মন্তব্য প্রত্যাহার করে নিলেন বিজেপি যুবমোর্চার নেতা যোগেশ ভার্সনে। একই সঙ্গে ওই মন্তব্যের জন্য ক্ষমাও চাইলেন তিনি। খবর এবিপি আনন্দের।
এর আগে, পশ্চিমবঙ্গের বীরভূমে গত রবিবার হনুমান জয়ন্তী উদযাপন মিছিলে বিজেপি কর্মীদের বেধড়ক মারধরের তুলে বুধবার মুখ্যমন্ত্রীর মাথা কেটে এনে দিলে ১১ লাখ টাকা পুরস্কারের ঘোষণা করেন তিনি। এ নিয়ে তুমুল সমালোচনার ঝড় বয়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যেই সুর বদল ভার্সনের।
সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, ভারতীয় জনতা যুব মোর্চাও তাঁর পাশে নেই। তারা বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, দু'বছর আগেই সংগঠন থেকে বহিষ্কৃত হয়েছেন ভার্সনে। বলেছে, যোগেশ ভার্সনের সঙ্গে কোন সম্পর্ক নেই যুব মোর্চার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্পর্কে তার মন্তব্যের সঙ্গেও দলের যোগ নেই। দল ওই মন্তব্যের বিরোধিতা করছে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতেও স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।
যদিও যুবমোর্চা তাদের এই দাবি থেকে সরছে না যে, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার হাল সবচেয়ে খারাপ। তাদের অভিযোগ, বিজেপি মমতা সরকারের গুণ্ডাবাজির বিরোধিতা করছে, তাই তাদের ওপর আক্রমণ চালাচ্ছে তৃণমূলীরা। যুবমোর্চা বলেছে, সম্প্রতি আমাদের সর্বভারতীয় সভানেত্রী পুনম মহাজনের সফর চলাকালে দলীয় কর্মীদের ওপর হামলা থেকেই পরিষ্কার, পশ্চিমবঙ্গে বিজেপির সমর্থনের ভিত্তি বাড়ছে দেখে ভীত, মরিয়া হয়ে উঠেছে তৃণমূল।
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল, ২০১৭/মাহবুব