বর্ষার সময় মৌখিকভাবে বা ফোনের মাধ্যমে পাম্পিং স্টেশনগুলি সম্পর্কে খোঁজখবর নিত কলকাতা পৌরসভা। এবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হোয়াটসঅ্যাপের 'লাইভ ডিডিও''র মাধ্যমে নিকাশি পাম্পগুলির উপরে নজর রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর কলকাতা টুয়েন্টিফোরের।
সম্প্রতি এ বিষয়ে প্রকৌশলীদের নিয়ে বৈঠক করেন মেয়র পরিষদের নিকাশি তারক সিংহ। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বর্ষায় দিনগুলিতে পাম্পিং স্টেশনগুলি থেকে 'লাইভ'-এ সেখানকার পাম্পগুলি সম্পর্কে তথ্য দেবেন প্রকৌশলীরা। পৌরসভায় স্ক্রিনের টিভি অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থাকবে। যার মাধ্যমে তিনি ইঞ্জিনিয়ারদের সঙ্গে পাম্পগুলির হাল হকিকত জানতে পারবেন এবং কোনও সমস্যা হলে তার সমাধান বাতলে দেবেন।
তারক সিংহ বলেন, বৃষ্টি দিনগুলিতে পাম্পগুলি সম্পর্কে সঠিক খবর পাওয়া যায় না। তাতে অনেক সময় বিপত্তিতে পড়তে হয়। তাই এই নতুন সিদ্ধান্ত। হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি ওই পাম্পগুলিকে দেখা যাবে। বর্তমানে কলকাতা শহরে প্রায় ৭৩টি পাম্পিং স্টেশন রয়েছে। সবগুলোর সঙ্গে সরাসরি এই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই যুক্ত থাকবেন তিনি।
বিডি প্রতিদিন/১৩ এপ্রিল, ২০১৭/ফারজানা