পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিধানসভা কেন্দ্র ভবানীপুরের অধীন চেতলা লকগেট বস্তিতে দাপিয়ে বেড়ালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
বুধবার দুপুর দেড়টা নাগাদ চেতলার রেলওয়ে সাইডিং-এ স্থানীয় গণেশ মন্দিরে সামনে কয়েকজন বিজেপি কর্মীর সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। এরপরই কলকাতা পৌরসভার ৮২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত লকগেট বস্তিতে ঢোকেন বিজেপি সভাপতি। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, দলের রাজ্য পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় প্রমুখ।
স্যাঁতসেতে, ঘুপছি গলির মধ্যে থাকা তিন ভোটারের বাড়িতে যান অমিত শাহ। কথা বলেন ভোটারদের সঙ্গে, মন দিয়ে শোনেন তাদের অভাব-অভিযোগের কথা। ফুল, ধূপ-ধুনো দিয়ে অমিত শাহকে স্বাগত জানান স্থানীয়রা। কেউ রসগোল্লা, কেউ ঘরে পাতানো দই, লাচ্ছি আবার কেউ ফল খাওয়ান নতুন অথিতিকে।
বিজেপি সভাপতিকে দেখতে সকাল থেকেই ওই এলাকায় ভিড় জমিয়েছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা। তবে এর মধ্যেও তাকে নিজের চোখে দেখতে না পেয়ে ক্ষোভও প্রকাশ করেন কেউ কেউ। স্থানীয় কয়েকজন গৃহবধূ জানান নিরাপত্তার বাড়াবাড়ি, গণমাধ্যমের হুঁড়োহুড়িতে তারা কাছেই ঢুকতে পারেন নি।
মমতার কেন্দ্রে দাঁড়িয়েই বিজেপি সভাপতি হুঙ্কার দেন ‘২০১৯ সালে মোদির বিজয়রথ এই বাংলায় পৌঁছবে। ভবানীপুরের পদ্ম ফুল ফুটবে। আর যত কাদা ছেটাবে তত পদ্ম ফুল ফুটবে বলেও জানান তিনি।