পশ্চিমবঙ্গের রাজপাল কেশরীনাথ ত্রিপাঠি (৮২) কে দক্ষিণ কলকাতার বেলভিউ ক্লিনিকে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে আচমকাই নাক থেকে রক্ষক্ষরণ শুরু হতে থাকে রাজ্যপালের। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। তার চিকিৎসার জন্য ডা রাহুল জৈনের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, রাজ্যপালের নাকে একটি পুরনো ক্ষত থেকেই ওই রক্তপাত শুরু হয়। তার রক্তচাপও একটু বেশি রয়েছে। চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় ওষুধ দিয়েছেন। জানা গেছে, আপাতত তার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা সর্বক্ষণ তার ওপরে নজর রাখছেন।
উল্লেখ্য, কয়েকদিন আগে কলকাতাতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মঞ্চে রাখা মাইক স্ট্যান্ডের তারে পা জড়িয়ে মেঝেতে পড়ে যান রাজ্যপাল। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনও তার নাক থেকে রক্তক্ষরণ হয়েছিল।
বিডি প্রতিদিন/৭ মে, ২০১৭/ফারজানা