বাংলাদেশের শহীদ মিনারের আদলে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতেও এবার স্থায়ী ভাবে নির্মাণ হল একটি শহীদ মিনার। শিলিগুড়ি পৌরসভার উদ্যোগে এই শহীদ মিনারটি তৈরি করা হয় শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানের একটি প্রান্তে।
মঙ্গলবার রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্মজয়ন্তীতে এই শহীদ মিনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এসময় সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার মেয়র অশোক ভট্টাচার্য।
শিলিগুড়িবাসী ও এই শহরটির বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার দাবি মেনে গত বছরই এই শহীদ মিনারটি তৈরির নির্দেশ দেন অশোক ভট্টাচার্য। অবশেষে আন্তর্জাতিক মাতৃভাষা আন্দোলনের শহিদ স্মরণে এই স্মারকটি নির্মাণ করা হল।
অশোক ভট্টাচার্য জানান ‘দীর্ঘদিন ধরেই একটি স্থায়ী স্মারক নির্মাণের পরিকল্পনা ছিল, এবার সেই পরিকল্পনা বাস্তবায়িত হল। ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে এবার থেকে এই স্থায়ী স্মারকেই ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে’।
বিডি-প্রতিদিন/ ১০ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২