ডুয়ার্সে বেড়াতে গিয়ে বন্য হাতির ছবি ক্যামেরাবন্দীর সময় হাতির হামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক সাইমুন কনক (৪৩) নিহত হয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের জঙ্গলের রাস্তায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকেলের দিকে জলপাইগুড়ির জঙ্গল সাফারি থেকে ফেরার পথে হাতির হামলার মুখে পড়েন ওই ব্যক্তি। জানা গেছে, গাড়িতে ফেরার সময় দুই পাশে জঙ্গলে ঘেরা চাপমারির রাস্তার ওপরে চন্দ্রচূড় ওয়াচ টাওয়ার সংলগ্ন একটি জায়গায় একটি দাঁতাল হাতিকে দেখতে পান সাইমুন। এরপরই খুব কাছ থেকে ওই হাতির ছবি তুলতে যান তিনি। এসময় হাতিটি তাড়া করে তাকে শুঁড়ে পেঁচিয়ে ওপরের দিকে ছুঁড়ে মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
জানা গেছে, বন্ধুদের সাথেই জলপাইগুড়িতে জঙ্গলে বেড়াতে এসেছিলেন মৃত সাইমুন এবং জলং’এর একটি রিসোর্টে উঠেছিলেন তারা। মূলত জঙ্গল সাফারির জন্য তারা প্রত্যেকেই লাটাগুড়িতে আসেন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান নাগরাকাটা থানার পুলিশ। লাশটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এদিকে, হাতির হামলায় বাংলাদেশি পর্যটকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন ও পর্যটন মন্ত্রী গৌতম দেব। উভয়েই এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে আখ্যায়িত করেছেন।
বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৯/তাফসীর/মাহবুব