কলকাতায় টলি সিন্ডিকেট রাজ চলছে। সরকারি আশ্রয়ে ওই সিন্ডিকেট চালাচ্ছিলেন শ্রীকান্ত মোহতা। বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় গতকাল শুক্রবার এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন। সাংবাদিক সম্মেলনে লকেট বলেন, বিজেপি করি বলে আমি কাজ পাইনি। আমার কেরিয়ার শেষ করে দেওয়ার চেষ্টা করেছে।
তৃণমূলেও যোগদান করেছিলেন লকেট। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘রাজনীতি করব বা রাজনীতির সঙ্গে যুক্ত হবো বলে সেই দলে গিয়েছিলাম। যদি মনে করতাম, সেই দলেই থেকে যেতে পারতাম। কিন্তু সেই মানসিকতা ছিল না। কিন্তু রাজনীতি এবং কাজের জায়গা এক ছিল। তখন যে (২০১২ থেকে ২০১৪) বিরাট কাজ পেয়েছি এমন নয়৷’’
লকেট আরও বলেন, ‘‘২০১২ এর পর ২০১৪ থেকে দেখবেন টলিপাড়ায় ভীর বেড়েছে৷ কিছু লোক সিপিএম থেকে তৃণমূলে ঘেষেছে কাজ পাবে বলে৷ শ্রীকান্ত মোহতা বা ভেঙ্কটেশ ফ্লিমস সেই কাজই করেছে৷’’
এক সময়ে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী লকেট বর্তমানে বিজেপি নেত্রী। রাজ্যে মমতা ব্যানার্জি বিরোধী রাজনৈতিক আন্দোলনের একটি উল্লেখযোগ্য অংশ তিনি। লকেটের সাফ কথা, ভালো সিনেমা হল দখল করে রেখে নতুন প্রোডাকশ্যন হাউসকে চাপে ফেলার চেষ্টা অনেকদিন ধরেই করেশ্রীকান্ত। এই কাজে তৃণমূলের মদত পায় সে।’’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর