আসন্ন লোকসভার নির্বাচনে কেন্দ্রে যদি মহাজোটের সরকার ক্ষমতায় আসে তবে প্রত্যেক বিরোধী নেতারাই সপ্তাহের প্রতিদিন প্রধানমন্ত্রী হবেন এবং রবিবার গোটা দেশ ছুটিতে চলে যাবে বলে মন্তব্য করেন অমিত শাহ।
বুধবার ভারতের উত্তরপ্রদেশের কানপুরের একটি জনসভা থেকে বিজেপি বিরোধী দলগুলোর ‘মহাজোট’কে কটাক্ষ করে এসব কথা বলেন বিজেপি সভাপতি।
অমিত শাহ বলেন, ‘প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার। নরেন্দ্র মোদি’ই এনডিএ-এর প্রথম পছন্দ। কিন্তু আপনাদের কে? কেন্দ্রে যদি মহাজোটের সরকার গঠন হয় তবে সপ্তাহের প্রথম দিন সোমবার বহেনজী (বিএসপি নেত্রী মায়াবতী) প্রধানমন্ত্রী হবেন। মঙ্গলবার অখিলেশ যাদব (সমাজবাদী পার্টির নেতা) হবেন। পরদিন বুধবার প্রধানমন্ত্রী হবেন মমতা ব্যনার্জি (তৃণমূল নেত্রী)। বৃহস্পতিবার শারদ পাওয়ার (এনসিপি নেতা)। শুক্রবার এইচ.ডি. দেবগৌড়া (জনতা দল সেকুলার) এবং শনিবার এম.কে.স্ট্যালিন (ডিএমকে) প্রধানমন্ত্রীর আসনে বসবেন। আর রবিবার গোটা দেশ ছুটি কাটাতে চলে যাবে।’
তিনি আরও বলেন, ‘তারা নিজেরাই জানে না কে তাদের নেতা। এই ধরনের মহাজোট দেশের ভাল করতে পারে না। মোদি জি’র মতো ৫৬ ইঞ্চির বুকের ছাতি ওয়ালা মানুষরাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।
জাতীয় নাগরিক পঞ্চি (এনআরসি) নিয়ে বিরোধী জোটের নেতাদের উদ্দেশে করে তিনি বলেন, ‘নির্বাচনের যাওয়ার আগে মহাজোটের নেতাদের এনআরসি নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করা উচিত। তারা অনুপ্রবেশকারীদের এদেশে রেখে দিতে চায় কি না সেটা তারা বলুক।’
এর আগে কেন্দ্র থেকে নরেন্দ্র মোদির সরকারকে উৎখাত করতে কলকাতার ব্রিগেডে তৃণমূল নেত্রী মমতা ব্যনার্জির ডাকে গত মাসে একমঞ্চে হাজির হয়েছিল বিজেপি বিরোধী দলগুলি।
‘ঐক্যবদ্ধ ভারত’ সমাবেশের মোড়কে ওই সমাবেশে কংগ্রেস ছাড়াও সমাজবাদী পার্টি (এসপি), বহুজন সমাজ পার্টি (বিএসপি), রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি), দ্রাবিড়া মুনেত্রা কাঝাগাম (ডিএমকে), আম আদমি পার্টি (আপ), তেলেগু দেশম পার্টি (টিডিপি) সহ ২৩টি দলের শীর্ষ নেতারা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন