ভারতের বিহারে ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
রবিবার ভোরে রাজ্যটির বৈশালী জেলার শাহাদাই বুজুর্গ-এর কাছে দিল্লিগামী সীমানচল এক্সপ্রেসের ১১টি কামরা লাইনচ্যুত হওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
রেল সূত্রের খবর, দুর্ঘটসা কবলিত ট্রেনটি বিহারের যোগবানী থেকে দিল্লির আনন্দ বিহার টার্মিনালের দিকে যাচ্ছিল। রেল কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে যখন ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে তখন এটি সর্বোচ্চ গতিবেগে চলছিল। অতিরিক্ত গতি থাকার কারণেই তিনটি কামরা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার পরই উদ্ধারকাজে এগিয়ে আসেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে আসেন রেল, ফায়ার সার্ভিস, দুর্যোগ মোকাবিলা দফতরের কর্মকর্তারা। চিকিৎসকদের একটি দলও ঘটনাস্থলে পৌঁছায়।
দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় রেল মন্ত্রী পীযুশ গোয়েল, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
এদিকে রেল মন্ত্রণালয়ের তরফে নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর গ্যাস কাটার দিয়ে ক্ষতিগ্রস্ত কামরাগুলোকে মূল ট্রেনটি থেকে আলাদা করার পর ইতোমধ্যেই হাজিপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে ট্রেনটিকে চলাচলের উপযুক্ত করে আনন্দ বিহার টার্মিনালে পাঠানো হবে বলে রেল সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/কালাম