কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। শুক্রবার দুপুর কলকাতা পুরসভায পরিদর্শনে যান মেয়র সাঈদ খোকন।
পরে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এবং মেয়র সাঈদ খোকন এক বৈঠকে মিলিত হন। কলকাতাস্থ বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান এসময় উপস্থিত ছিলেন।
পরে বর্জ্য অপসারণ সম্পর্কিত বিষয়ে কলকাতা পুরসভার সঙ্গে এমওইউ স্বাক্ষরিত হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উন্নয়নমুখী সম্পর্কের দিকটি তুলে ধরে বলেন, ঢাকা এবং কলকাতা দুই শহরকে সবুজ এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে একযোগে কাজ করবে। যাতে ভবিষ্যৎ প্রজন্ম এর সুবিধা ভোগ করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের অভিজ্ঞতা ভাগ করেছে কিছু ক্ষেত্রে কলকাতা কর্পোরেশন তাদের অভিজ্ঞতা শেয়ার করেছে। আমাদের ভালো দিকগুলো বিনিময়ের জন্য একসঙ্গে কাজ করবো।
বিডি প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত