নিজের বাড়ির সামনেই বন্দুকধারীদের গুলিতে নিহত হলেন এক নারী পুলিশ কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলার ভেহলি গ্রামে।
শনিবার দুপুরের দিকে খুশবু জান নামে ওই নারী স্পেশাল পুলিশ অফিসারকে (এসপিও) গুলি করে আততায়ীরা। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে নেওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার পরই ওই এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা রক্ষীরা।
পুলিশ সূত্রের খবর, দুপুর ২ টা ৪০ মিনিট নাগাদ খুশবুর বাড়ির সামনে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। শরীরের একাধিক জায়গায় গুলিবিদ্ধ হন তিনি।
জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, ‘ভেহলি গ্রামে এক নারী পুলিশ কর্মকর্তার ওপর জঙ্গিরা গুলি চালায়। তিনি গুরুতর আহত হয়েছিলেন এবং সেই অবস্থাতেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা দেওয়া হয়। আমরা এই ভয়ানক জঙ্গি কার্যকলাপের নিন্দা করছি। এই মর্মান্তিক সময়ে আমরা তার পরিবারের পাশেই আছি।’
ঘটনার নিন্দা জানিয়েছেন রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
বিডি প্রতিদিন/কালাম