রাত সাড়ে ১১টার দিকে বাড়ির বাইরে বেরিয়ে নিখোঁজ হয় মেয়েটি। পরে জানা যায়, অভিজিত নামের এক যুবক তাকে লোভ দেখিয়ে তুলে নিয়ে গিয়ে জোর করে একটি মন্দিরে বিয়ে এবং জোরপূর্বক ধর্ষণ করেছে। পরবর্তীতে মেয়েটির মা থানায় মামলা করলে অভিজিতকে গ্রেফতার করে পুলিশ। গত বছর ডিসেম্বর মাসে ঘটনাটি ঘটে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নারকেলডাঙ্গায়।
এনডিটিভির খবর, মঙ্গলবার ওই মামলায় ১৪ বছরের কিশোরীকে অপহরণ, জোর করে বিয়ে এবং বলপূর্বক ধর্ষণের অভিযোগে অভিজিতকে দোষী সাব্যস্ত করে কলকাতা হাইকোর্ট। এরপর ধর্ষণের দায়ে অভিজিতকে ১০ বছর এবং অপহরণের দায়ে ৫ বছর সশ্রম কারাদণ্ড দেন।
যদিও মামলা চলাকালীন মেয়েটি নিজের বক্তব্য জানায়, সে আগে অভিজিতের সঙ্গে তিন বছর সম্পর্কে জড়িয়েছিল। কিন্তু ওই দিন অভিজিৎ তাকে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়েছিল। যদিও অভিজিদের দাবি, তার কোন দোষ নেই, মেয়েটি স্বেচ্ছায় তার সঙ্গে গিয়েছিল।
বিডি-প্রতিদিন/২৮ মার্চ, ২০১৯/মাহবুব