পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, আসামে বিজেপি দুইটি ললিপপ দিয়েছে- একটি ললিপপ হল জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এবং অন্যটি নাগরিকত্ব সংশোধনী বিল। দুইয়ের মধ্যে দিয়ে আসামের মানুষকে বোকা বানানো হচ্ছে।
শুক্রবার বিকালে আসামের ধুবড়ি জেলায় এক নির্বাচনী প্রচারণা মমতা এসব কথা বলেন। এনআরসি ইস্যুতে মমতা বলেন, এ রাজ্য থেকে যখন এনআরসি খসড়া তালিকা প্রকাশ করা হল দেখা গেল ৪০ লাখ মানুষের নাম বাদ গিয়েছে। কেউ তখন এগিয়ে আসেনি। কিন্তু আমরা তার প্রতিবাদ করেছি, তাদের পাশে দাঁড়িয়েছি। আমি তখন আসামে আমাদের একটা প্রতিনিধি দল পাঠিয়েছিলাম। কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হয়নি উল্টে নির্যাতন করা হয়েছে। কেবল মুসলিমরাই নয়, এনআরসি তালিকা থেকে ২২ লাখ হিন্দু, গোর্খা, বিহারি, তামিল, কেরালা, রাজস্থানের মানুষের নামও বাদ পড়েছে।
মমতার অভিযোগ, নাগরিকত্ব বিল হল আরেকটা একটা বড় ষড়যন্ত্র। ১৯৭১ সালের ২৫ মার্চের আগে যারা এদেশে এসেছে তারা সকলেই এদেশের নাগরিক এবং তাদের ভোটাধিকার রয়েছে। কিন্তু বিজেপি এখন বলছে এই বিলের আওতায় তাদের প্রথমে ছয় বছরের জন্য বিদেশি বানানো হবে, পরে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু এই ছয় বছরে আপনাদের কি হবে? আপনারা কখনও এই ললিপপ খাবেন না। বিজেপি ললিপপ ধরিয়ে দিয়ে আপনাদের ধর্মের অধিকার, বাঁচার অধিকার, সম্পত্তির অধিকার, গণতান্ত্রিক অধিকার সব কেড়ে নেওয়া হচ্ছে। এটা চক্রান্ত ছাড়া কিছু নয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মিথ্যাবাদী বলে কটাক্ষ করে মমতা আরও বলেন, পাঁচ বছর আগে তিনি নিজেকে চা-ওয়ালা বলতেন। কিন্তু তিনি এখন চা বানাতে ভুলে গেছেন এবং চৌকিদার হয়েছেন। গরীবদের রুপি লুঠ করে বিত্তবানদের হাতে তুলে দিচ্ছেন।
এদিনের সভা থেকে আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার বিরুদ্ধে চিটফান্ডের কোটি কোটি রুপি নেওয়ার অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মমতা বলেন, প্রধানমন্ত্রী মোদি বাংলায় গিয়ে চিটফান্ডের প্রসঙ্গ তোলেন। কিন্তু বিজেপি শাসিত রাজ্যের একজন মন্ত্রীই এই অভিযোগে অভিযুক্ত। সারদা ভুঁইফোঁড় অর্থলগ্নীকারী সংস্থা (চিটফান্ড)-এর মালিক সুদীপ্ত সেনই আদালতে স্বীকার করেছিলেন যে হিমন্তবিশ্ব ৩ কোটি রুপি নিয়েছিলেন আমার কাছেও তার প্রমাণ রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী কি তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নিয়েছে? তাকে গ্রেফতার করেছে?
অন্যদিকে আসামের মাটি থেকে শেষ অনুপ্রবেশকারীকে বিতাড়িত করতে আরও পাঁচ বছর সময় চাইলেন বিজেপি কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ। শুক্রবারই রাজ্যটির নগাঁও জেলার অহতগুড়িতে এক নির্বাচনী প্রচারণায় উপস্থিত থেকে অমিত শাহ বলেন, কংগ্রেসের শাসনকালে অনুপ্রবেশকারীরা এ রাজ্যে প্রবেশ করেছে। তারা কখনওই অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ করে তাদের বিতাড়নের কথা বলেনি। নরেন্দ্র মোদিকে আরও পাঁচ বছর সময় দিন, একেবারে শেষ অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে তাকে ফেরত পাঠানো হবে।
বিজেপি সভাপতি আরও বলেন, শুধু অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোই নয়, সীমান্তও এমনভাবে সিল করে দেওয়া হবে যে একটা পতঙ্গও সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকতে পারবে না।
অমিত শাহ জানান, আসামে জাতীয় নাগরিক পঞ্জি চালু করা মোদির শাসনকালে এ রাজ্যে সবচেয়ে বড় কৃতিত্ব।
উল্লেখ্য আসামের ১৪টি লোকসভা আসনে ভোট শুরু হচ্ছে আগামী ১১ এপ্রিল। মোট তিন পর্বে এ রাজ্যে ভোট হবে। রাজ্যের ৯টি আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল কংগ্রেস।
বিডি প্রতিদিন/ফারজানা